করোনা পজিটিভ জেনে হতভম্ব ইউক্রেনের ফার্স্টলেডি

সমকাল প্রকাশিত: ১৩ জুন ২০২০, ১০:৩৫

ইউক্রেনে এখনও করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নেয়নি। শুক্রবার পর্যন্ত ২৯ হাজার ৭৫৩ জনের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ৮৭০ জনের। দেশটিতে ইতিমধ্যে ১৩ হাজার ৫৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩১৬। এরই মধ্যে ৪ লাখ ৬৮ হাজার ১৭২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। প্রতি ১০ লাখে টেস্ট হয়েছে ১০ হাজার ৭০২ জনের। আর এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কাসহ ৬৮৩ জনের টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। নিজের পজিটিভি রিপোর্টে রীতিমতো হতভম্ভ হয়ে পড়েছে প্রেসিডেন্টপত্নী। কীভাবে তিনি করোনা পজিটিভ হলেন, সে সম্পর্কে কোনো সূত্রও মেলেনি। খবর রয়টার্সের।

শুক্রবার ওলেনা জেলেনস্কার করোনা পজিটিভ হওয়ার খবর সরকারিভাবে জানানো হয়। নিজের ফেসবুক পোস্টে ওলেনা জেলেনস্কা নিজেও করোনা সংক্রমণের খবর দিয়েছেন। লিখেছেন, 'আজ আমি করোনাভাইরাস টেস্টের রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে।'

হতাশা প্রকাশ করে তিনি বলেন, 'এটা অপ্রত্যাশিত খবর। আমি এবং আমার পরিবার সমস্ত নিয়ম মেনেছি-- মাস্ক, গ্লাভস ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, কোনোটাই বাদ দিইনি।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us