বসন্ত আসবে জেনে স্তব্ধ হলো কৃষ্ণচূড়া মনহৃদয়ে স্পন্দন রেখে আমি হেঁটে চলেছিআজ অবধি পঁয়ষট্টি বছরে পদার্পণ।মাঝপথে কখনো সরে গেছেপায়ের তলার মাটি। আঁকড়ে ধরে লতাগুল্মের সবুজতবুও নিভে যাবে একদিন আয়ুষ্কালহারিয়ে যাবে দিনলিপির সময়আবাস আছে, নেই ঘর জানালাবিবৃতিতে ঘোষণা আসবে নিঃশব্দ যাওয়াআঁধারে গা ঢাকা দেবে জোনাকিস্মৃতির দর্পণে ভেসে আসবে অপরিচিত ছায়া। জনস্রোত থামবে না কোনো দিনজনরোষে বাড়বে দ্রোহ...