যুক্তরাষ্ট্রকে দুই কোরিয়া নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের কাজে মন দিতে বলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি বলেন, ট্রাম্পের উচিত, সামনে নির্বাচনে নিজের ভাগ্য গড়ার জন্য পুরোপুরি মনোযোগ দেওয়া। দুই কোরিয়ার মধ্যে হটলাইন যোগাযোগ ছিন্ন হওয়ার খবরে ট্রাম্প প্রশাসনের হতাশা ও সমালোচনার জবাবে মঙ্গলবার তিনি এ পরামর্শ দেন। খবর সিএনবিসির।
২০১৮ ও ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার মধ্যে বেশ কয়েকটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় সামান্যই অগ্রগতি হয় ওসব বৈঠকে। ট্রাম্প প্রশাসন নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়ার আগ্রহের অভাব রয়েছে বলে অভিযোগ তোলে। অন্যদিকে উত্তর কোরিয়ার ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে বলে পাল্টা অভিযোগ তুলে হতাশা ব্যক্ত করে উত্তর কোরিয়াও।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে সংবাদ মাধ্যমগুলো যুক্তরাষ্ট্রকে তাদের বিষয়ে মাথা না ঘামিয়ে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে কাজ করার জন্য কিম জং উনের পরামর্শ দেওয়ার কথা জানায়।
উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা কিয়ন জং গুন বলেন, যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের মনোভাব জঘন্য।
পররাষ্ট্র দপ্তরের যুক্তরাষ্ট্রবিষয়ক বিভাগের প্রধান জানান, ওয়াশিংটনের উচিত তাদের মুখ সামলে কথা বলা এবং নিজেদের অভ্যন্তরীণ ব্যাপারে মনোযোগ দেওয়া। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগের সব অফিশিয়াল হটলাইন ছিন্ন করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া থেকে নিজেদের অভ্যন্তরে পিয়ংইয়ং বিরোধী লিফলেট বিতরণের জের ধরে এ সিদ্ধান্ত নেয় কিম উনের প্রশাসন।
এই সিদ্ধান্তকে চরম হতাশাজনক উল্লেখ করে উত্তর কোরিয়ার সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্। তার জবাবে এমন হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।