বোমার তৈরির সরঞ্জামসহ জেএমবির ৩ সদস্য আটক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ জুন ২০২০, ০৯:৫৭

ময়মনসিংহের ভালুকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। আটকরা হলেন- মঞ্জুরুল ইসলাম (৪৪), রুহুল আমীন তালুকদার তৌফিক (৪২) ও আশরাফ খান (৪০)।

র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকার নলুয়াকুঁড়ি এলাকায় বুধবার (১০ জুন) ভোরে অভিযান চালায় র‍্যাবের একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ওই তিনজনকে আটক করা হয়। এছাড়া আরও দুই-তিনজন পালিয়ে যান।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জেএমবির সক্রিয় কর্মী বলে স্বীকার করেছেন। তারা সংগঠনের জন্য চাঁদা উত্তোলন করে তহবিল সংগ্রহে ভূমিকা রাখতেন। তাদের ভালুকা থানায় হস্তান্তর করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us