খাগড়াছড়িতে আমের ওপর অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা ফলবাগান মালিক সমিতি। বুধবার (১০ জুন) সকালে জেলা প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় অভিযোগ করা হয়, আমের গাড়ি থেকে পৌরসভা, জেলা পরিষদ, বাজার ফান্ড আলাদাভাবে মূল্য তালিকার অতিরিক্ত টোল আদায় করছে। এতে গাড়ি প্রতি অন্য জেলায় পাঠাতে অতিরিক্ত খরচ হচ্ছে ১২ থেকে ১৫ হাজার টাকা। এ সময় বক্তারা অতিরিক্ত টোল আদায় বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।