ঠাকুরগাঁওয়ে আম-লিচুর ফলন বিপর্যয়, চাষিদের মাথায় হাত

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১০ জুন ২০২০, ২১:৪৮

বৈরি আবহাওয়ায় আম ও লিচুর ফলন বিপর্যয়ের মুখে পড়েছে ঠাকুরগাঁওয়ের চাষিরা। অতি বৃষ্টিতে লিচুর আকার যেমন বড় হয়নি, তেমনি পোকা-মাকড়ের উপদ্রবও বেশি বলে জানায় চাষিরা। এতে পোকা ও রোগ দমনে কীটনাশক এবং শ্রমিক খরচ গুনতে হয়েছে দ্বিগুণ।

চাষিরা বলছেন, আম্ফান ও গত কয়েক দিনের ঝড়ো হাওয়ায় আম ও লিচু পড়ে নষ্ট হয়ে গেছে। এর আগে কড়া রোদে মুকুলও পুড়ে যায়। তাই এবার আম ও লিচুর ফলন গতবারের চেয়ে অর্ধেকেরও কম।

অন্যদিকে করোনার থাবায় বাজার ব্যবস্থাপনা নাজুক হওয়ায় লোকসানের শঙ্কায় ভুগছেন তারা। লোকসান কাটিয়ে উঠতে সুদমুক্ত ঋণ ও ফল-ফসল উৎপাদনে প্রণোদনার দাবি চাষিদের। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মনজু আলম সরকারের হিসাব মতে, এবার জেলায় আমের আবাদ হয়েছে ১০ হাজার হেক্টর জমিতে, আর লিচু চাষ হয়েছে ৩ হাজার হেক্টরে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us