সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এবং টুইটার কর্তৃপক্ষ ভবিষ্যতে কর্মীদের ঘরে থেকে কাজ করার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে। অথচ, এরই মধ্যে কর্মীদের অফিসে নিয়ে এসে কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছে।
এরই মধ্যে কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে- ১৫ জুন সোমবার থেকে ক্যালিফোর্নিয়ায় থাকা প্রধান কার্যালয়ে কর্মীদের উপস্থিত হতে বলেছে অ্যাপল।
তবে প্রথম পর্যায়ে সীমিত সংখ্যক কর্মী অফিসে উপস্থিত হবে। অ্যাপল জানিয়েছে, এজন্য কর্মীদের শারীরিক দূরত্বের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। এছাড়া অফিসে প্রবেশের পথে কর্মীদের শরীরের তাপামাত্রা মেপে দেখা হবে। প্রতিদিনই তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে।