মালয়েশিয়ায় আটক রোহিঙ্গাদের ফেরত নিতে বাংলাদেশ বাধ্য নয় : পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ১০ জুন ২০২০, ১২:০০
মালয়েশিয়া কর্তৃপক্ষের হাতে আটক ২৬৯ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বাংলাদেশ বলেছে, এটি কোনোভাবেই বাংলাদেশের দায়িত্ব নয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘রোহিঙ্গারা আমাদের নাগরিক নয়। কোনো পরিস্থিতিতেই তাদের ফিরিয়ে নিতে আমরা বাধ্য নই।’ তিনি বলেন, কোনো দেশ যদি রোহিঙ্গাদের খুঁজে পায়, তবে সে নির্দিষ্ট দেশ যা করতে চায়, তা তারা করতে পারে এবং অবশ্যই এটি বাংলাদেশের দায়িত্ব নয়। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে। মালয়েশিয়া কর্তৃপক্ষ দেশটিতে আটক হওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য বংলাদেশকে অনুরোধ জানাতে পারে, গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে ড.