টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেন কোহলি, জানালেন দ্রাবিড়

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ জুন ২০২০, ১১:৩৩

ভারতের জার্সি গায়ে ১৬৪টি টেস্ট, ৩৪৪টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাহুল দ্রাবিড়। ৪৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার প্রশংসা করলেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির। ইএসপিএনক্রিকইনফোর ভিডিওকাস্টে সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে আলাপকালে দ্রাবিড় বলেছেন, 'আমার বিশ্বাস টেস্ট ব্যাটসম্যানরা আগের থেকে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছেন। টেস্টে এই আক্রমণাত্মক ব্যাটিং এগিয়ে নিয়ে যাচ্ছে, প্লেয়াররা শট খেলছে এবং সেটা দেখতে ভালো লাগছে। ভারতের জন্য ভালো দিক হলো বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেন, ও বোঝে টেস্ট ক্রিকেটের সাফল্যই ক্রিকেটার হিসেবে আসল সম্মান আসে।' 

  ক্রিকেটে রক্ষ্মনাত্মক ব্যাটিংয়ের প্রয়োজন আছে বলে মনে করেন রাহুল দ্রাবিড়। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি না এটা অপ্রয়োজনীয়, হয়তো রক্ষ্মনাত্মক ব্যাটিংয়ের গুরুত্ব সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে। এটা কখনওই অপ্রয়োজনীয় হবে না। আমার মনে হয়, এখনও উইকেটে টিকে থাকতে রক্ষ্মনাত্মক হতে হবে যদি রান করতে হয়।  তবে আমি মনে করি এখন ভালো রক্ষ্মনাত্মক টেকনিক ছাড়াও এখন ক্রিকেটে টিকে থাকা যায়।'' দ্রাবিড় আরো বলেন, 'এখন সাফল্য পেতে গেলে তোমার ভালো টেস্ট ক্যারিয়ার হওয়ার প্রয়োজন নেই, আজকের বিশ্বের সেরা প্লেয়ারের দিকে দেখুন। তাদের অনেকের মধ্যেই ভালো রক্ষ্মনাত্মক টেকনিক রয়েছে এবং তারা খেলার কঠিন সময়ে খেলে গিয়েছে।' ৪৭ বছরের দ্রাবিড়ের মতে, সব প্লেয়াররাই দেশের হয়ে খেলতে চান তিন ফরম্যাটের ক্রিকেটেই শুরুর দিকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা অনেক বেশি বাস্তববাদী হয়ে ওঠে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us