You have reached your daily news limit

Please log in to continue


লক্ষ্মীপুরে শিশুর দেহে বিষাক্ত ইনজেকশন, আসামি রিমান্ডে

লক্ষ্মীপুরে দেড় বছরের শিশু হাবিবুর রহমানের দেহে বিষাক্ত ইনজেকশন পুশের ঘটনায় দায়ের করা মামলার আসামি খুকি বেগমকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ জুন) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমলি অঞ্চল, সদর) বিচারক মোহাম্মদ আবদুল কাদের আসামির রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবী রাসেল মাহমুদ মান্না জানান, মঙ্গলবার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান আসামি খুকিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। সম্পর্কিত খবর কীভাবে রাতারাতি এমপি হলেন পাপুল?এমপি পাপুলের বিরুদ্ধে কুয়েতি আদালতে সাক্ষী দিলেন পাঁচ বাংলাদেশিলেগুনা-মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত এদিকে খুকির ফাঁসির দাবিতে ৫ জুন সকালে সদর উপজেলার মাছিমনগর এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়কের দু’পাশে মানববন্ধনের আয়োজন করা হয়। পুলিশ জানায়, নাতি হাবিবের শরীরে বিষাক্ত ইনজেকশন দেওয়ার অভিযোগে দাদা লাতু মিয়া ২৮ মে সন্ধ্যায় সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এতে খুকি বেগম একমাত্র আসামি। রাতেই পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার চর পার্বতীনগর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। খুকি সদর উপজেলার চর পার্বতীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী। প্রসঙ্গত, হাবিব একই গ্রামের মো. নুর নবীর ছেলে। অভিযোগ রয়েছে, গত ১১ মে বিকেলে কৌশলে শিশুটিকে ঘরে নিয়ে তার শরীরে খুকি তিনটি বিষাক্ত ইনজেকশন পুশ করেন। পরে চিৎকার শুনে মা শামছুননাহার শিশুটিকে খুকির ঘর থেকে উদ্ধার করেন। ওইদিনই শিশুর দাদি রহিমা বেগম থানায় লিখিত অভিযোগ করেন। পরে ২৭ মে রহিমা থানায় সাধারণ ডায়েরি করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন