মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিজের হাতে গড়া দল বারসাতু থেকে বহিষ্কারাদেশকে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন। তার সঙ্গে বহিষ্কার হওয়া আরো চার এমপি যোগ দিয়েছেন। একইসঙ্গে তিনি দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে সরিয়ে দেওয়ারও আবেদন জানিয়েছেন।
মামলায় হামজা জয়েনউদিনকে দলের সাধারণ সম্পাদক পদে অবৈধ ঘোষণা করতে আদালতে আবেদন জানানো হয়েছে।
গতকাল বিকেলে কুয়ালালামপুর হাইকোর্টে মামলাটি করেন মাহাথির মোহাম্মদ।