লিবিয়া নিয়ে যে ইস্যুতে একমত হলেন ট্রাম্প ও এরদোয়ান
প্রকাশিত: ০৯ জুন ২০২০, ২১:১৯
প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানিয়েছেন, লিবিয়া সংঘাত নিয়ে কয়েকটি ইস্যুতে তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একমত হয়েছেন। লিবিয়ার সংঘাতে সংযুক্ত আরব আমিরাত এবং মিসরসহ বেশ কয়েকটি দেশ বিদ্রোহীদেরকে সহযোগিতা করছে। অন্যদিকে, তুরস্ক সরকার লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহযোগিতার জন্য সেনা পাঠিয়েছে। খবর পার্সটুডের।
গতকাল সোমবার তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, "ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ করার পর লিবিয়া ইস্যুতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছি।"
হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান লিবিয়া ও সিরিয়া সংঘাত নিয়ে টেলিফোনে আলাপ করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি ওই বিবৃতিতে।