ফেনীর কাশিমপুরে মঙ্গলবার সকালে র্যাব সদস্যরা একটি মোটরসাইকেল তল্লাশি করে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিষাক্ত সাপের বিষসহ এক ব্যক্তিকে আটক করেছে। উদ্ধার করা বিষের পরিমাণ ২ পাইন্ড।
র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মো. নূরুজ্জমান জানান, সকাল ৯টার দিকে র্যাবের একটি দল সদর থানার ফেনী-নোয়াখালী সড়কের কাশিমপুর নামক স্থানে অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে কাঁচের বোতলে রাখা সাপের বিষসহ মোটরসাইকেল আরোহী নোয়াখালী জেলার সুধারাম থানার পশ্চিম রিয়া গ্রামের লুতু মিয়ার ছেলে ইকবাল হোসেনকে (৩৫) আটক করা হয়।। সাপের বিষ নোয়াখালী থেকে ফেনীতে আনা হচ্ছিল।
মো. নূরুজ্জমান জানান, একটি আন্তর্জাতিক পাচার চক্র এই বিষ বিদেশে পাচারের উদ্দেশে মজুদ করার জন্য এনেছে। বিষের মূল্য দুই কোটি টাকা বলে জানান তিনি। জব্দ করা সাপের বিষসহ আটক ব্যক্তিকে ফেনী সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব।