রিকশাচালক বাবার হ্যান্ডেলে ভর করে আলো ছড়াচ্ছে দুই ভাই

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৯ জুন ২০২০, ১৪:৫৪

বড় ভাই জাহিদ হাসান, আর ছোট জিহাদ হাসান যেন জোড়া নাম। তারা হতদরিদ্র পরিবারের সন্তান হলেও মেধার দিক দিয়ে রাজা। অভাবী রিকশাচালক বাবা শাজাহান আলীর সংসারে তারা যেন সৌরভে ভরা গোলাপের কড়ি। যা ঠিকমত ফুটলেই হয়তোবা সৌরভ ছড়াবে চারিদিকে।

অভাবকে মাড়িয়ে দুই বছর আগে জিপিএ ৫ পেয়েছিল জাহিদ আর এ বছর পেয়েছে জিহাদ। অনন্য মেধার অধিকারী দুই ভাই ঝিনাইদহ কালীগঞ্জের রঘুনাথপুর গ্রামের হতদরিদ্র শাজাহানের ছেলে এবং রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

সরেজমিনে তাদের বাড়িতে গেলে দেখা যায়, টিনের ছাউনির বাঁশ দিয়ে ঘেরা একটি ঘরে তাদের বসবাস। বসতবাড়ির মাত্র ৫ শতক ছাড়া মাঠে কোনো চাষযোগ্য জমি নেই।

জাহিদ এবং জিহাদের মা জাহানারা খাতুন জানান, ২ ছেলে ১ মেয়ে তার। স্বামী শাজাহান আলী রিকশা চালিয়ে যা রোজগার করেন তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচ চালান। সংসারে অভাব সব সময় লেগেই থাকে। এরমধ্যে চলে ছেলেদের লেখাপড়া।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us