দেশে ব্যাংকিং সফটওয়্যার সেবা খাতে এক যুগ পার করেছে ফ্লোরা টেলিকম। ২০০৮ সালে কোর ব্যাংকিং সফটওয়্যার 'টেমেনস টি২৪' ব্যবহারের মাধ্যমে এ খাতে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শুরুতে দেশের অগ্রণী ব্যাংক এ সফটওয়্যার সেবা গ্রহণ করে। যুগপূর্তি উপলক্ষে নতুন ডিজিটাল অগ্রযাত্রার দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দেশের সফটওয়্যার খাতের অন্যতম এ প্রতিষ্ঠানটি।
ফ্লোরার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ বছর ধরে দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে সেবা দিচ্ছে তারা। তবে ডিজিটাল ব্যাংকিং সেবা শুরু করে ২০০৮ সাল থেকে। ব্যাংক, টেলিকম প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন কমিশন, সংস্থাসহ অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটালাইজেশনে কাজ করেছে প্রতিষ্ঠানটি।
তাদের বাস্তবায়িত 'টেমেনস টি২৪' কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করে এটিএম সার্ভিস, এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিটেন্স সার্ভিস, ইউটিলিটি বিল কালেকশন এবং এসএমএস ব্যাংকিং সেবাসহ বিভিন্ন ভ্যালু অ্যাডেড সেবা পরিচালিত হয়।