প্রথম প্রান্তিক পর্যন্ত উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে ৪৯২ কোটি টাকা
প্রকাশিত: ০৯ জুন ২০২০, ০১:০১
বাংলাদেশের বেসরকারি খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের প্রথম প্রান্তিক পর্যন্ত উদ্বৃত্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯২ কোটি ৫০ লাখ টাকা। গত রোববার অনলাইনে অনুষ্ঠিত প্রথম প্রান্তিকের ইনভেস্টরস মিটে এসব তথ্য তুলে ধরা হয়। অধিবেশনটিতে দেশে চলমান করোনা মহামারীর মধ্যেও যে বিভিন্ন চ্যালেঞ্জ নেয়া হয়েছে, তা তুলে ধরা হয়।
পাশাপাশি অর্থনৈতিক অবস্থা, বেঞ্চমার্ক, কৌশলগত উদ্যোগ নিয়ে প্রথম প্রান্তিক অধিবেশনটি পরিচালনা করা হয়।অনলাইনে অধিবেশনটি পরিচালনা করেন আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মমিনুল ইসলাম এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান। আইপিডিসির প্রধান প্রধান বিনিয়োগকারী, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, গ্রাহক ও সাংবাদিকদের অনেকেই অধিবেশনে অংশ নেন।