ভারত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান হয়ে নিহত ও আহত বাংলাদেশিরা লিবিয়ায় পৌঁছেছিলেন। সেখান থেকে নৌকায় ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে তাঁদের পৌঁছানোর কথা ছিল ইতালিতে।
তবে ইতালিতে পৌঁছানোর আগেই গত ২৮ মে লিবিয়ার মিসদাহ উপশহরের মরুভূমিতে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়। এ সময় মারাত্মকভাবে আহত হন আরও অন্তত ১১ জন। এখনো নিখোঁজ আছেন দুজন।
পুলিশ বলছে, পাচারকারীরা বাংলাদেশিদের যে ক্যাম্পে আটকে রেখেছিল, সেখানে জিম্মি করা হয়েছিল সুদানের কিছু লোকজনকেও। নির্যাতন সইতে না পেরে সুদানের লোকজন স্থানীয় একজন পাচারকারীকে হত্যা করে। এরপরই একে একে হত্যা করা হয় ২৬ বাংলাদেশি ও সুদানের কয়েকজনকে।এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এসব কথা জানতে পেরেছে।
লিবিয়ায় হত্যা ও মানবপাচারের ঘটনায় ঢাকার পল্টন, তেজগাঁও ও বনানী এবং ঢাকার বাইরে মাদারীপুর ও কিশোরগঞ্জে মামলা হয়েছে। এসব মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ছায়া তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল আলাদা দুটি সংবাদ সম্মেলনে সিআইডি নতুন করে তিনজন ও ডিবি ছয়জনকে গ্রেপ্তারের খবর দিয়েছে।