মাথাপিছু ঋণের বোঝা ৭৯ হাজার কোটি টাকা : অর্থনীতি সমিতি
প্রকাশিত: ০৮ জুন ২০২০, ২০:২৪
দেশের মানুষের মাথাপিছু ঋণের বোঝা ৭৯ হাজার কোটি টাকা বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। দেশের ৯৮ ভাগ মানুষ এ ঋণ নেননি। কিন্তু যেভাবেই হোক শেষ পর্যন্ত তাদেরকে এ ঋণ ফেরত দিতে হবে বলে জানিয়েছে অর্থনীতি সমিতি।
সোমবার (৮ জুন) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিকল্প বাজেট প্রস্তাব তুলে ধরার সময় বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত এ কথা বলেন।
‘করোনার মহাবিপর্যয় থেকে মুক্তি ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে ২০২০-২১ অর্থবছরের জন্য বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা’ শিরোনামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।