ক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল করেছে সরকার। গতকাল রোববার তাদের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গেজেট বাতিল হওয়া ব্যক্তিরা মুক্তিযুদ্ধের পর বিমান বাহিনী ও বিজিবিতে যোগদানকালে নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে গেজেটভুক্ত হয়েছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে তাদের গেজেটভুক্তির কোনো কাগজপত্র ছিল না।
পরে বাহিনীগুলোর কাছে মুক্তিযুদ্ধের পর গেজেটভুক্ত হওয়া মুক্তিযোদ্ধাদের তালিকা চাওয়া হয়েছিল। ওই তালিকার ভিত্তিতে জামুকার সভায় ১১৮১ জনের সনদ বাতিলের সিদ্ধান্ত হয়। এরমধ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৯ জনের নাম রযেছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর তৎকালীন বিডিআর বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ'এ (বিজিবি) যোগদানকৃতরা হলেন, উপজেলার আনাইতারা ইউনিয়নের আতিয়া মামুদপুর গ্রামের শুকুর ব্যাপারীর ছেলে ময়শের আলী (জেসিও-৪০৭৩ না: সুবে:, গেজেট নম্বর ৬৬৭৭), বহুরিয়া ইউনিয়নের বেত্রাসিন গ্রামের খোরশেদ আলী মিয়ার ছেলে শাজাহান মিয়া (হাবি:সহ: গেজেট নম্বর ৬৮০৮),