হিদ ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম নিজেও সংরক্ষিত মহিলা আসনের এমপি৷ সপ্তাহখানেক আগে লিবিয়ার মিজদাহ শহরে মানবপাচারকারীর স্বজনদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহতের মর্মান্তিক ঘটনা নিয়ে হইচইয়ের মধ্যেই একজন নির্বাচিত এমপির নাম মানবপাচারে জড়িয়ে যাওয়া এবং ভিনদেশে তার গ্রেপ্তার হওয়ার ঘটনা সংবাদ শিরোনাম হয়৷ কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের বরাত দিয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমগুলোতে রোববার শহিদ ইসলামের গ্রেপ্তারের খবর প্রকাশ করে৷ তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সিতেও এই খবর প্রকাশ পায়৷
শহিদ ইসলামকে গ্রেপ্তার নিয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশ পেয়েছে তা ঠিক নয় দাবি করে ওই দিনই তার স্ত্রী সাংবাদিকদের কাছে একটি বার্তা পাঠান৷ সেখানে তিনি বলেন, ‘‘শহিদ ইসলাম মারাফি কুয়েতিয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী৷ যে প্রতিষ্ঠানে ২৫ হাজারের বেশি বাংলাদেশি কাজ করেন৷ করোনা মহামারির কারণে গত তিন মাস কুয়েত লকডাউন হয়ে আছে৷ এই সময়ে বেকার হয়ে পড়া কয়েকজন অভিবাসী কর্মী সরকারি দপ্তরে অভিযোগ করেছেন৷
‘‘কুয়েত সরকারের নিয়মানুযায়ী ব্যবসায়িক বিষয়ে আলোচনার জন্য সিআইডি তাকে ডেকে নিয়েছে৷’’ আধুনিক যুগের দাসত্ব অবৈধ শ্রমিক উন্নত জীবনের আশায় মানবপাচারকারীদের হাতে নিজেকে তুলে দেওয়া অবৈধ অভিবাসীদের বেশিরভাগকে দাসত্বের জীবন বেছে নিতে হচ্ছে৷ কাগজপত্র নেই, ভাষা জানা নেই, নিজের অধিকারে চেয়ে কোথায় অভিযোগ করবে সেটাও জানা নেই৷ ফলে বছরের পর বছর ধরে দাসত্বের জীবন বয়ে বেড়াতে হচ্ছে তাদের৷ এক ইউরোপেই কৃষিক্ষেত্রে কত অবৈধ শ্রমিক আছে তার হিসাব কারো জানা নেই৷