রিচার্ড ডকিন্স পুরস্কার পেলেন জাভেদ আখতার

এনটিভি প্রকাশিত: ০৮ জুন ২০২০, ১৪:২৫

প্রথম ভারতীয় হিসেবে বলিউডের প্রখ্যাত লেখক ও গীতিকার জাভেদ আখতার পেলেন সম্মানজনক রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড-২০২০। মানুষের অগ্রগতি ও মানবিক সত্তার জাগরণে গঠনমূলক চিন্তার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় জাভেদ আখতার। যেকোনো অমানবিক ঘটনা বা ইস্যুতে মুখ খোলেন প্রখ্যাত এ গীতিকার।

এমনকি নিজের মত যদি অধিকাংশের বিপক্ষেও যায়, তা বলতে পিছপা হন না জাভেদ। ভারতের বিভিন্ন ইস্যুতে তিনি জোরালো বক্তব্য দিয়েছেন। উগ্রপন্থার বিরুদ্ধে বরাবরই সরব বর্ষীয়ান এ গীতিকবি। জাভেদ আখতারের স্ত্রী অভিনয়শিল্পী শাবানা আজমি। স্বামীর এ অর্জনে উচ্ছ্বসিত তিনি। বলেছেন, ‘সে-ই একমাত্র ভারতীয় (যে পুরস্কার জিতেছে)। এর আগে বিল মাহের ও ক্রিস্টোফার হিচেনসের মতো মানুষ এ পুরস্কার অর্জন করেছেন। এটা অনেক সম্মানের।’ ২০০৩ সাল থেকে ব্রিটিশ জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্সের নামে এই পুরস্কার প্রদান করা হয়।

এ সম্মানজনক পুরস্কার অর্জন করায় অভিনেত্রী দিয়া মির্জা, পরিচালক নিখিল আদভানি, ঊর্মিলা মাতন্ডকরসহ অনেকেই জাভেদ আখতারকে অভিনন্দন জানিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us