বেনাপোল সীমান্তে বিজিবির গুলিতে মাদক কারবারি আহত, ফেন্সিডিল উদ্ধার

নয়া দিগন্ত প্রকাশিত: ০৮ জুন ২০২০, ১৩:০০

বেনাপোল দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল আনার সময় বিজিবির গুলিতে রহমত আলী (২৬) নামে এক মাদক কারবারি আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৯৭ বোতল ফেন্সিডিল ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। সোমবার ভোরে দৌলতপুর বালুর মাঠে ঘটনাটি ঘটে।জানা যায়, বর্তমানে সে বিজিবির হেফাজতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  রহমত বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।


দৌলতপুর বিজিবি ক্যাম্প থেকে জানা যায়, সোমবার ভোরে একদল চোরাকারবারি ভারত থেকে ফেন্সিডিল নিয়ে দৌলতপুর সীমান্তের বালুর মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বি‌জি‌বি সদস্যরা সেখানে অভিযান চালালে চোরাচালানীরা বিজিবির উপর হামলা চালায়। বিজিবি আত্মরক্ষায় তাদের উপর তিন রাউন্ড গুলি চালায়। এ সময় মাদক কারবারি রহমতের ডান পায়ে গুলি লাগে। পরে বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us