মৌলভীবাজার: কালচে-মেরুন রঙের বাঁকানো পাপড়ি। গুচ্ছাকারে ফুলে রয়েছে ছোট প্রজাতির গাছে। এ নিয়েই শোভা ছড়াচ্ছে মরু গোলাপ। দূর থেকে দৃষ্টিকে মুগ্ধ করে রাখে ‘মরু গোলাপ’ ফুলগুলো। তবে গাছটি ক্ষুদ্রকার বলে অনেক সময় দৃষ্টি এড়িয়ে যায়। ভালো করে দেখলে সেই সৌখিন ফুলেল সৌন্দর্যে হৃদয় ভরে উঠে। এই প্রজাতির ফুলগুলো বহু রঙে বৈচিত্র্যপূর্ণ বলে এর বাণিজ্যিক চাহিদা রয়েছে।