সৌরভ আইসিসির প্রেসিডেন্ট হলে নির্বাসন তুলে নেওয়ার আবেদন করব: কানেরিয়া
প্রকাশিত: ০৮ জুন ২০২০, ০৮:৫৩
সৌরভ গাঙ্গুলি যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর প্রেসিডেন্ট হন, তা হলে তার কাছে নির্বাসন তুলে নেওয়ার আবেদন করবেন স্পট-ফিক্সিংয়ের জন্য চিরনির্বাসিত পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া।
পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার এক চ্যানেলে বলেছেন, ‘হ্যাঁ, আমি তখন ফের আবেদন করব। আর আমি নিশ্চিত যে সম্ভাব্য সব রকম উপায়ে আইসিসি আমাকে সাহায্য করবে। সৌরভ গঙ্গোপাধ্যায় একজন অসাধারণ ক্রিকেটার। সূক্ষ্ম বিষয়গুলিও ওর কাছে ধরা পড়ে। আইসিসি প্রেসিডেন্ট হিসেবে সৌরভের চেয়ে যোগ্য প্রার্থী আর হয় না।’
টেস্টে ২৬১ উইকেটের মালিক দানিশ কানেরিয়া ২০১২ সালে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে নির্বাসিত হয়েছিলেন। শুরুতে অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে তিনি তা স্বীকার করেছিলেন।