কাউখালী প্রশাসনের ১৩টি পদ চলছে ভারপ্রাপ্তদের দিয়ে

নয়া দিগন্ত প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১০:৫২

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ১৩টি পদ চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। দপ্তরগুলো হলো উপজেলা মৎস্য কর্মকর্তা, পরিবার কল্পনা কর্মকর্তা, বন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, আনসার ভিডিপি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাণী সম্পদ কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সরকারী কাউখালী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ, সরকারী বালক ও বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক। এ ছাড়া উপজেলা নির্বাহী অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, কৃষি অফিসসহ বিভিন্ন দপ্তরের তৃতীয় ও ৪র্থ শ্রেণীর অনেক পদ শূন্য রয়েছে।

এই সমস্ত দপ্তরের দায়িত্বভার বহন করছেন পার্শ্ববর্তী উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ। যার ফলে সংশ্লিষ্ট দপ্তর থেকে উপজেলাবাসী কাঙ্খিত সেবা পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। উপজেলা পারসাতুরিয়া গ্রামের হাফেজ মাসুম বিল্লাহ, জোলাগাতী গ্রামের ছাইফুল ইসলাম, মেঘপাল গ্রামের মাহবুবুর রহমান জানান, আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে এসে সমস্যা সমাধানের জন্য কর্মকর্তাদের না পেয়ে আশাহত হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। এ ব্যাপারে আমরা উর্ধ্বতন কর্তপক্ষের আশু হস্তপেক্ষপ কামনা করছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us