সিলেটজুড়ে বজ্রপাতের তাণ্ডব: ১০ ঘণ্টায় ৯ মৃত্যু

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৭ জুন ২০২০, ০৮:৫৯

সিলেট বিভাগে বজ্রপাতে একদিনেই ৯ জন মারা গেছেন। নিহতদের মধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একজন বৃদ্ধ, চুনারুঘাটে একজন ও আজমিরীগঞ্জের ২ কিশোর, সুনামগঞ্জের ধর্মপাশায় এক যুবক, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ২ জন, কমলগঞ্জে একজন এবং সিলেটের বালাগঞ্জে এক স্কুলছাত্র রয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টা থেকে থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মাত্র ১০ ঘণ্টায় এসব মৃত্যু ঘটে বলে পুলিশ, হাসপাতাল ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সবজি ক্ষেতের পরিচর্যাকালে সকাল সাড়ে ৭টার দিকে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- উপজেলার গল্লাসাংগন (পালইআলা বাড়ি) গ্রামের আব্দুল মতিন কুটু (৬০) এবং বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের রুবেল আহমদ (২৫)।

সকাল ৯টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নদীতে মাছ শিকাররত ছেলেকে এগিয়ে আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন আছকির মিয়া (৫০) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us