করোনাভাইরাস: ঢাকার শীর্ষ ২৩ এলাকা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৬ জুন ২০২০, ২৩:২৮

করোনাভাইরাসে দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন রাজধানী ঢাকাতেই। এখন পর্যন্ত ঢাকাতে এমন ২৩টি এলাকা রয়েছে, যেখানে করোনায় আক্রান্তের সংখ্যা একশ’র বেশি। পরিসংখ্যান বিশ্লেষনে দেখা যায়, শতাধিক করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে এমন এলাকা আছে ২৩টি। এই ২৩টি এলাকায় মোট করোনা আক্রান্ত রোগী ৬ হাজার দুইশো ৯৪ জন।

যা রাজধানীতে শনাক্তকৃত মোট রোগীর প্রায় ৩২ দশমিক ৫৬ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ঢাকা জেলায় ২০ হাজার ৭০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরীতে আক্রান্ত ১৯ হাজার ৩২৭ জন।

নগরীর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রোগী পাওয়া গেছে মিরপুর এলাকায়। সেখানে ৯৬৯ করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত রোগী পাওয়া গেছে মহাখালীতে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫৭ জন। আক্রান্তের তালিকায় এর পরে আছে উত্তরা, মুগদা ও মোহাম্মদপুর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us