ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে পারে ব্লকচেইন প্রযুক্তি
প্রকাশিত: ০৬ জুন ২০২০, ২১:১৯
ব্লকচেইন' প্রযুক্তি হলো ডেটা সংরক্ষণ করার একটি নিরাপদ ও উন্মুক্ত পদ্ধতি। শনিবার এর ওপর অনলাইনে ৬০ জনের বেশি মানুষকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
এই প্রশিক্ষণ আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প”। প্রকল্পের “এডুকেশন ফর ন্যাশন” এর আওতায় এই প্রশিক্ষণটি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। তিনি আইসিটি বিভাগের বিভিন্ন অর্জন ও ব্লকচেইন প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন।