যুক্তরাষ্ট্রের বিক্ষোভ কেন ছড়িয়ে পড়ছে অস্ট্রেলিয়ায়?
প্রকাশিত: ০৬ জুন ২০২০, ২১:১০
যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুতে ক্ষোভ ছড়িয়ে পড়ছে আরেক মহাদেশ অস্ট্রেলিয়াতেও। যেখানে পুরো দেশ জুড়েই 'ব্ল্যাক লাইভস ম্যাটার' বিক্ষোভ শুরু হয়েছে।
তবে অস্ট্রেলিয়ার এই বিক্ষোভকারীরা শুধুমাত্র যে যুক্তরাষ্ট্রের আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করছেন, তাই নয়, বরং এই আন্দোলনকে তারা দেশটিতে হেফাজতে আদিবাসীদের মৃত্যুর ঘটনায় তাদের ক্ষোভ প্রকাশের একটা সুযোগ হিসাবে নিয়েছেন।
শনিবার সিডনিতে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। পাঁচ বছর আগে কারাগারে একজন আদিবাসী ডেভিড ডাংগে মারা যাওয়ার ঘটনায়, তার মা লিটোনা ডাংগে এই আন্দোলনের নেতৃত্ব দেন।
এখনকার পরিস্থিতি তাহলে কী? অস্ট্রেলিয়ায় হেফাজতে কতো আদিবাসীর মৃত্যু ঘটেছে?
তিন দশক আগে এসব ঘটনায় একটি বড় ধরনের তদন্ত শুরু হওয়ার পরেও, এখনো এই ক্ষেত্রে সহজলভ্য কোন তথ্য-উপাত্ত নেই।
১৯৮৭ সালে 'কমিটি টু ডিফেন্ড ব্ল্যাক রাইটস' দেখতে পায় যে, প্রতি ১১দিনে একজন আদিবাসীর হেফাজতে মৃত্যু হচ্ছে।
এর ফলে ১৯৯১ সালে একটি রাজকীয় কমিশন গঠিত হয়, যেটি কারাবাসে থাকা আদিবাসী এবং ৯৯ জনের মৃত্যুর ঘটনা নিয়ে অনুসন্ধান করতে শুরু করে।
সেই অনুসন্ধান শেষে তিনশোর বেশি সুপারিশ করা হয়, যদিও তার বেশিরভাগের বাস্তবায়ন হয়নি। সাম্প্রতিক পর্যালোচনায় সেগুলোকে অপর্যাপ্ত বা বিভ্রান্তিমূলক বলে সমালোচনাও করা হয়েছে।
গার্ডিয়ান পত্রিকার বিশ্লেষকরা দেখতে পেয়েছেন, ওই তদন্তের পরবর্তীতে অন্তত ৪৩২ জন আদিবাসীর হেফাজতে মৃত্যু হয়েছে।