কুষ্টিয়ায় নকল তেল বিক্রি, ২ জনের কারাদণ্ড

বার্তা২৪ প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১৯:৫৭

ভেজাল প্যারাসুট নারকেল তেল বিক্রি করার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে দুই জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাজীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড দেন কুমরাখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীবুল ইসলাম খান।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার উমায়েতপুর গ্রামের কাজী আবুল কালাম আজাদের ছেলে কাজী মারুফ ও কুমারখালীর উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে মাসুদ রানা।

ইউএনও রাজীবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে ৯০টি নকল প্যারাসুট নারকেল তেলের বোতল জব্দ করা হয়। পরবর্তীতে প্রকৃত তেলের সাথে রং, গন্ধ মিল না থাকায় এবং আসামিরা স্বেচ্ছায় তাদের অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us