২০ লাখ ডলারের 'ললিপপ' অর্ডার করে বরখাস্ত মাদাগাস্কারের মন্ত্রী!

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১৯:২৫

২০ লাখ ডলার খরচ করে স্কুলের বাচ্চাদের জন্য ললিপপ কেনার পরিকল্পনা করায় বরখাস্ত করা হয়েছে পূর্ব আফ্রিকার দরিদ্র দেশ মাদাগাস্কারের শিক্ষামন্ত্রীকে। তাঁর ললিপপ কিনতে চাওয়ার কারণটাও বেশ অদ্ভূত। গাছের নির্যাস থেকে বানানো কথিত করোনার 'ভেষজ ওষুধ' স্কুলের শিশুদের খাওয়ানোর পর তিনি তাদের হাতে তিনটি করে ললিপপ ধরিয়ে দিতে চেয়েছিলেন।

করোনার ভ্যাকসিন/ওষুধ বানানোর মরিয়া চেষ্টা চালিয়েও যেখানে বিশ্বের উন্নত দেশগুলোর বাঘা বাঘা বিজ্ঞানীরা এখনো সফল হতে পারেননি সেখানে মাদাগাস্কার হারবাল ওষুধ বানিয়ে বলছে, এটা খেলে ৭ দিনেই করোনা সারবে। সেই ওষধু পরীক্ষার জন্য আবার স্কুলশিশুদের তা পান করানোর পরিকল্পনা নিয়েছিল দেশটি। হারবাল পানে শিশুদের তেতো মুখ মিষ্টি করতেই এমন উদ্যোগ মন্ত্রীর! আর তাই মন্ত্রী ২০ লাখ ডলারের ললিপপ কেনার অর্ডার দিতে যাচ্ছিলেন।

তবে মন্ত্রীর এহেন কাজে আপত্তি জানান ভেষজ ওই হারবাল ওষুধের প্রচার চালানো প্রেসিডেন্ট অ্যান্দ্রি রাজোলিনা। তাই তিনি বরখাস্ত করেছেন ললিপপ কিনতে যাওয়া শিক্ষামন্ত্রী রিজাসোয়া অ্যান্দ্রিমানানাকে। আফ্রিকার বেশ কয়েকটি দেশ করোনাভাইরাস চিকিৎসায় ব্যবহারের জন্য নানারকম ভেষজ আমদানি করছে, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে, সেগুলো কভিড-১৯ এর চিকিতসায় কার্যকর কিনা তা প্রমাণিত নয়। ছবি- করোনার হারবাল টনিক পান করছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us