নিউ ইয়র্কে প্রবাসীদের করোনাভাইরাস টেস্ট কর্মসূচি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১২:৪২

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশিদের মধ্যে করোনাভাইরাস টেস্ট কর্মসূচি পরিচালনা করেছে ‘মার্কস হোম কেয়ার’।শুক্রবার নিউ ইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডে ‘হেল্পিং হ্যান্ড ফর চিটাগানিয়ান’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় দিনব্যাপী এ ভ্রাম্যমান ক্যাম্পে প্রায় দুই শতাধিক প্রবাসী অংশ নেন।

এ সেন্টার পরিচালনায় ছিলেন কাজী আজম ও ফিরোজ আহমেদ। কর্মসূচি পরিদর্শন করেন কুইন্স ডিস্ট্রিক্ট ডেমক্র্যাটিক পার্টির নেতা অ্যাটর্নি মঈন চৌধুরী।কাজী আজম বলেন, “অনেকে নানা কারণে হাসপাতালে যেতে উৎসাহ হারিয়ে ফেলেছেন। অথচ সময়ের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাসে সংক্রমিত কিনা তা নিশ্চিত হতে আগ্রহী সবাই। সেই পথ সুগম হলো এমন আয়োজনে।”

‘মার্কস হোম কেয়ার’ এর কর্মকর্তা জিম বলেন, “সামনের শুক্রবার একই ধরনের টেস্টিং সেন্টার অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। ‘বাংলাদেশি পুলিশ অ্যাসোসিয়েশন’ (বাপা) ও ফোবানার সহযোগিতায় পরবর্তীতে ব্রঙ্কস ও জ্যামাইকাসহ কমিউনিটির বিভিন্ন স্থানে এমন ক্যাম্প হবে।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us