পোড়া হাতে কলম ধরাই কঠিন, তবুও জিপিএ ৫ সুপনের

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ জুন ২০২০, ০৭:৫১

দরিদ্র পরিবারে জন্ম। কিন্তু সুপন রায়ের সীমাবদ্ধতা এখানেই সীমাবদ্ধ নয়। এক বছর বয়সে আগুনে পুড়ে যায় দুই হাত। বাঁ হাতের কয়েকটি আঙুল নামমাত্র সচল থাকলেও তা দিয়ে ঠিকঠাক কলমও ধরা যায় না। তার পরও আঙুলের ফাঁকে কোনো রকম কলম রেখে লিখে-লিখে অনেক দূর এগিয়েছে সুপন রায়। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে সে।

সুপন রায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার ছাত্র। সে একজন প্রকৌশলী হতে চায়। কিন্তু তার এই স্বপ্ন আদৌ কি পূরণ হবে? কোনো কোনো সাফল্য জীবনকে আরেকটি চ্যালেঞ্জের সামনে নিয়ে দাঁড় করায়। সুপনের ক্ষেত্রেও তাই হয়েছে। সন্তানের জিপিএ ৫ পাওয়ার আনন্দের সঙ্গে একটা দুশ্চিন্তাও ভর করেছে তার মা-বাবার মনে। সেটা হলো সুপনের কলেজের খরচ মেটানোর চ্যালেঞ্জ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us