পারিবারিক গোরস্থানে শায়িত হলেন বরেন্য চিকিৎসক গোলাম কিবরিয়া

বণিক বার্তা প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১৭:০০

খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক এসএএম গোলাম কিবরিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ শুক্রবার সকাল ১০টায় গ্রামের বাড়ি ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ড এলাকার মনির উদ্দিন ভূঞা দারোগা বাড়ির সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে ডা. কিবরিয়ার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ঢাকার শমরিতা হাসপাতালে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, রোজার ঈদের দিন (২৫ মে) ডা. কিবরিয়ার শরীরে কভিড-১৯-এর উপসর্গ দেখা দেয়। ৩ জুন শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৭৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও ১৯৭৯ সালে এফসিপিএস সম্পন্ন করেন গোলাম কিবরিয়া। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সিলেট মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন চিকিৎসক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনসের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us