আজ চন্দ্রগ্রহণ, খালি চোখে দেখা যাবে বাংলাদেশ থেকে
প্রকাশিত: ০৫ জুন ২০২০, ০৮:২৫
চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে আজ শুক্রবার। এটি দেখা যাবে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও অ্যান্টার্কটিকা থেকে। বাংলাদেশ থেকেও এটি খালি চোখে দেখা যাবে।
রাত ১১টা ১৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। তবে বাংলাদেশ থেকে দেখা যাবে ১২টা ৫৪ মিনিটের পর। গ্রহণ থাকবে ৩ ঘণ্টা ১৮ মিনিট অর্থাৎ রাত ২টা ৩৪ মিনিট পর্যন্ত।
বিজ্ঞানীরা এই চন্দ্রগ্রহণকে বলছেন উপচ্ছায়া গ্রহণ। এক্ষেত্রে চাঁদ পুরোটাই দেখা যাবে, তার আকারের কোনো পরিবর্তন হবে না। গ্রহণের কারণে শুধুমাত্র চাঁদ কিছুটা ফ্যাকাসে দেখাবে। তবে আলো থাকবে প্রায় পূর্ণিমার চাঁদের মতো। পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে; তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে।