নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইমরানকে খুঁজছে পুলিশ
প্রকাশিত: ০৪ জুন ২০২০, ২২:১২
বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা আসিফ ইমরানের কক্ষ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর তাকে খুঁজে যাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার কক্ষ থেকে খালি ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করে পুলিশের কাছে জমা দেয়। আগ্নেয়াস্ত্রটির মালিক কে- সে বিষয়ে তথ্য জানতে পুলিশ ইমরানকে জিজ্ঞাসাবাদ করবে। তবে গতকাল পর্যন্ত পুলিশ ইমরানকে খুঁজে পায়নি।
ভাটারা থানার ওসি মোক্তার উজ্জামান বলেন, সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিবারের পিস্তলটির মালিককে আমরা খুঁজছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পিস্তলটি ইমরানের অফিস কক্ষের লস্ট এ্যান্ড ফাউন্ড নামে একটি আলমিরা থেকে উদ্ধার করে আমাদেরকে দিয়েছেন। তাই এর মালিক কে বা এর কোনো লাইসেন্স আছে কি না- সে ব্যাপারে ইমরানকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে বৃহস্পতিবার নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অফিসে ইমরানকে খুঁজে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে পিস্তলটি থানার জব্দ তালিকায় নথিভূক্ত করা হয়েছে।