বর্ণবিদ্বেষের বিরুদ্ধে কঠোরভাবে লড়াইয়ের আহ্বান ‘হ্যারি পটার’ তারকার
প্রকাশিত: ০৪ জুন ২০২০, ১৮:৩৬
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে গত ২৫ মে পুলিশের নির্মম নির্যাতনে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েড। আফ্রো-আমেরিকান এই ব্যক্তির মৃত্যুতে ফুঁসে উঠেছে সারা বিশ্ব। তাদের দলে ভিড়েছেন অস্কার ও গ্র্যামিজয়ী মার্কিন তারকারা। এবার সেই প্রতিবাদি কন্ঠকে আরও জোরালো করতে এগিয়ে এলেন ‘হ্যারি পটার’ খ্যাত তারকা এমা ওয়াটসন।
জিনিউজের প্রতিবেদন বলছে, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লড়াইয়ের বার্তা দিয়ে এমা লিখেছেন, ‘বর্ণবিদ্বেষ অতীতেও ছিল এখনও রয়েছে।’ শ্বেতাঙ্গ অধিপত্যবাদ সমাজে শক্ত ভাবে বাঁধা রয়েছে। এর বিরুদ্ধে আমাদের আরও কঠোর ভাবে লড়তে হবে। আমরা অসচেতন ভাবে অনেক সময়ই বর্ণবিদ্বেষকে সমর্থন করি। সেই পদ্ধতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।