আইনমন্ত্রী সুস্থ আছেন, করোনায় আক্রান্ত নন

কালের কণ্ঠ প্রকাশিত: ০৪ জুন ২০২০, ১৭:৩১

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত নন। তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন। সকল দাপ্তরিক কাজ করছেন। আইনমন্ত্রীর করোনায় আক্রান্ত হয়েছেন বলে কিছু কিছু সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে যে সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে তা মোটেও সত্য নয়। ওই সংবাদ ভিত্তিহীন ও গুজব।  আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃত সত্য হলো, গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। এর জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত নন,  তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলটিতে আইনমন্ত্রীর উক্ত বক্তব্য অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত। আবার কোন কোন সংবাদমাধ্যম খবর প্রকাশ করে যে, প্রধান বিচারপতি করোনার উপসর্গ নিয়ে সিএমএইচ- এ ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী জানিয়েছেন তিনি এ কথা বলেননি। এসব সংবাদ গুজব ও ভিত্তিহীন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us