বিদ্রোহী হাফতার বাহিনী থেকে ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্দখলে নিয়েছে জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকার। গতবছর রাজধানী ত্রিপোলিতে হামলার পর থেকে খলিফা হাফতার বাহিনী এটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল।
মোহামদ জুনো নামে সরকারের এক সামরিক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন বলে আলজাজিরা জানিয়েছে।
মোহামদ জুনো বলেন, আমাদের বাহিনী ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি পুনোরুদ্ধার করতে সক্ষম হয়েছে।