স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার প্রচারণায় নেমেছে পুলিশ

এনটিভি প্রকাশিত: ০৩ জুন ২০২০, ২১:০০

স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে চলাফেরা করতে মৌলভীবাজার জেলা পুলিশ ও মৌলভীবাজার পৌরসভা যৌথভাবে আবারও আনুষ্ঠানিকভাবে শহরে সচেতনতামূলক প্রচারণায় নেমেছে। সেইসঙ্গে মাস্ক ছাড়া চলাচলকারী শতাধিক গাড়ির চালক ও পথচারীদের মাস্ক বিতরণ করা হয়।

আজ বুধবার দুপুরে শহরের কোর্ট এলাকায় পুলিশ সুপার ফারুক আহমদ ও পৌর মেয়র মো. ফজলুর রহমানের নেতৃত্বে এই প্রচারণা শুরু হয়। এ সময় মাস্ক ছাড়া শতাধিক অটোরিকশা ও টমটম চালক এবং পথচারীদের আটকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। পরে শহরের আরো বেশ কয়েকটি স্থানে এ টিম স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচারণা চালায়। পুলিশ সুপার লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার সর্বশেষ পরামর্শ দিয়ে বলেন, অন্যথায় দুই একদিনের মধ্যে পুলিশ কঠোর অবস্থানে যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us