ক্ষমা চাওয়ার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে আদালতের নির্দেশ
প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১৮:৫১
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। ইন্টারনেটের গতি কমিয়ে দেশের মানুষের অধিকার খর্ব করায় এ নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া গত বছর সরকারের নেয়া পাপুয়া অঞ্চলের ইন্টারনেটের গতি কমিয়ে দেয়ার সিদ্ধান্তকে বেআইনি হিসেবেও ঘোষণা দিয়েছেন আদালত।