কলকাতার শান্তিনিকেতনের ‘হিহিরিপিপিরি’ আয়োজন করেছে ‘ইনডিপেন্ডেন্ট গ্লোবাল আর্ট ফেস্টিভ্যাল-২০২০’। এই ফেস্টিভ্যালটির মূল লক্ষ্য হল সংকটাবস্থায় থাকা শিল্পীদের সহায়তার জন্য। ১৫টি দেশের প্রায় ৬০ জন শিল্পী এটিতে অংশ নিয়েছেন।
বাংলাদেশ থেকে চতুর্থ দিনে অংশ নিচ্ছেন অভিনেত্রী ও পাপেটিয়ার কাজী নওশাবা আহমেদ ও তার মেয়ে প্রকৃতি নাজারিনা আহমেদ। মা ও মেয়ে পাপেট শো প্রদর্শন করবেন।
ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে ভারত, গ্রিস, ইরান, বাংলাদেশ, কানাডা, চীনসহ ১৫টি দেশ। শিল্পীরা পরিবেশন করছেন ফোক, বাউল, সুফি, ক্লাসিক্যাল মিউজিক, পেইন্টিং, নৃত্য, পাপেট শো প্রভৃতি।নওশাবা আহমেদ ও অমিত সিনহা ‘টুগেদার উই ক্যান’ থেকে দুই বাংলার শিল্পীদের নিয়ে আয়োজন করেছেন ‘আর্ট অব টুগেদারনেস’।