বর্ণবিদ্বেষের শিকার গেইল, ভয়ঙ্কর অভিযোগে বিদ্ধ ক্রিকেট
প্রকাশিত: ০২ জুন ২০২০, ০৭:৩৪
আমেরিকার মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ যুবককে হত্যা করার অপরাধে গর্জে উঠছে সবাই। সেই প্রতিবাদে এবার সামিল হলেন ক্রিস গেইলও। তিনি জানিয়ে দিলেন, ক্রিকেটেও বর্ণবাদ রয়েছে। ৪০ বছরের সুপারস্টার ক্রিকেটার বিস্ফোরকভাবে নিজের সোশ্যাল মিডিয়ায় জানালেন, বিশ্বজুড়ে একাধিক দলের হয়ে খেলার সময় তিনি বর্ণবৈষম্যের শিকার হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে কিছুদিন আগেই জর্জ ফ্লয়েড নামক এক যুবককে মাটিতে শুইয়ে ঘাড়ে হাঁটু চাপা দিয়ে খুন করেন পুলিশ অফিসার ডেরেক চাউভিন। শ্বাসরুদ্ধ অবস্থায় প্রাণের জন্য ভিক্ষা চাইলেও মন গলেনি শ্বেতাঙ্গ পুলিশ আধিকারিকের।এর পরেই দুনিয়া জুড়ে প্রতিবাদের ঢেউ ওঠে। এই খুনের পরেই মুখ খুলেছেন ক্রিস গেইল। নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিধ্বংসী ব্যাটসম্যান শুরুতে বর্ণবাদি চরিত্রের মানুষজনকে গালি আর ভৎর্সনা করেছেন তিনি।
তারপর লিখেছেন, “অন্যান্যদের মত কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান। কৃষ্ণাঙ্গদের বোকা বানানো সবাই বন্ধ করুক। আমিও বিশ্বজুড়ে ক্রিকেট খেলার সময় বর্ণবাদের শিকার হয়েছি। কারণ আমি কালো। শুধু ফুটবলই নয়, ক্রিকেটেও বর্ণবিদ্বেষ রয়েছে। এমনকি দলের মধ্যেই কালো মানুষ হিসেবে আমি বাজে আচরণের শিকার হয়েছি। কৃষ্ণাঙ্গরাই শক্তিধর, কৃষ্ণাঙ্গরাই গর্বিত।”
শুধু গেইলই নন, কৃষ্ণাঙ্গদের পক্ষে জোরালো আওয়াজ তুলেছেন একাধিক ক্রীড়াবিদ। এনবিএ কিংবদন্তি লেব্রন জেমস জর্জ ফ্লয়েডের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিজের টুইটার একাউন্টে। সেরেনা উইলিয়ামস ইনস্টাগ্রামে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।
বুন্দেশলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের জ্যাডেন স্যানচো পদেরবর্ন এর বিপক্ষে গোল করে জার্সি খুলে সেলিব্রেট করেছিলেন। যার মধ্যে লেখা ছিল, “জাস্টিস ফর ফ্লয়েড”।