যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৪:১৩

কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। তবে এই বিক্ষোভের আগুন যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাজপথে নেমে আসা লোকজনের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন দেশের বিক্ষোভকারীরা।

ব্রিটেন:
ব্রিটেনে ত্রাফালগার স্কয়ারে রোববার সকালে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা। লকডাউন ভঙ্গ করেই বিক্ষোভ করেছেন তারা। লকডাউনে বড় ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা আনা হয়েছে।

রাজধানীর নাইন এইমস এলাকায় মার্কিন দূতাবাসের সামনে বেশ কিছু বিক্ষোভকারীকে জড়ো হতে দেখা গেছে। এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা অমান্য করায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

জার্মানি:
শনি ও রোববার বার্লিনে মার্কিন দূতাবাসের কাছে জড়ো হয় বিক্ষোভকারীরা। সে সময় বিক্ষোভকারীরা মাস্ক পরেছিলেন এবং তাদের হাতে প্ল্যাকার্ড ছিল। সেখানে লেখা ছিল, কৃষ্ণাঙ্গ হত্যা বন্ধ কর, আমরা বিচার চাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us