সাংসদ এনামুলের বিরুদ্ধে প্রতারণা ও ভ্রূণ হত্যার অভিযোগ

প্রথম আলো প্রকাশিত: ০২ জুন ২০২০, ১২:০০

রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হককে স্বামী দাবি করে এক নারীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে জেলায় আলোচনা তুঙ্গে। আয়েশা আক্তার ওরফে লিজা (৩০) নামের ওই নারীর অভিযোগ, সাংসদ তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর গর্ভের ভ্রূণ হত্যা করা হয়েছে। এখন তিনি হত্যার হুমকি পাচ্ছেন। ওই নারী তাঁর দ্বিতীয় স্ত্রী জানিয়ে সাংসদের দাবি, তিনি তাঁকে তালাক দিয়েছেন। তবে আয়েশা এখনো কোনো তালাকের নোটিশ পাননি বলে জানিয়েছেন।

গত ২৯ মে আয়েশা আক্তার নিজের ফেসবুকে সাংসদ এনামুলের সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেন। তাঁর ফেসবুকের কাভার ফটো ও প্রোফাইল ছবিতেও সাংসদের সঙ্গে তাঁকে দেখা যায়। গতকাল দুপুরে লিজা ফেসবুকে লিখেছেন, ‘এমপি সাহেবের ভক্তরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। আমার নামে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হবে, এমন সব কথা বলছেন। আমি গণমাধ্যমে এসেছি। তাই আজ উনি আমাকে ডিভোর্স দিবেন। সব মিলিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব। বিচার চাইব।’

নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে দাবি করা আয়েশা গত ৩১ মে ফেসবুকে লেখেন, সাংসদ এনামুলের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেম ২০১২ সাল থেকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল পারিবারিকভাবে সাংসদের বাগমারার বাসায় তাঁদের বিয়ে হয়। কিন্তু সাংসদের পরবর্তী নির্বাচনে মনোনয়ন পেতে সমস্যা হবে বলে তখন বিয়ে নিবন্ধন করা হয়নি। সেই বিয়ের ভিডিও এবং ছবি আছে। ২০১৫ সালে তিনি অন্তঃসত্ত্বা হন। নির্বাচনের আগে সাংসদ বাচ্চা নিতে চান না বলে সেই ভ্রূণ নষ্ট করা হয়। ২০১৮ সালের ১১ মে তাঁদের বিয়েটা নিবন্ধিত হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us