২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছে লিবিয়া

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০১ জুন ২০২০, ১৬:৫১

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদাহ শহরে ২৬ বাংলাদেশির ঘৃণ্য হত্যাকাণ্ডের বিষয়ে কঠোর নিন্দা জানিয়েছে লিবিয়ার সরকার। লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় এ নিন্দা জানানো হয়। সোমবার (১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, এ হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত কাজ উল্লেখ করে হত্যাকারীদের বিচারের আওতায় আনারও অঙ্গীকার করা হয়েছে এ শোকবার্তায়। এতে নিহতদের পরিবার ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের বিষয়ে লিবিয়ার সরকার গৃহীত পদক্ষেপসমূহ নিহতদের পরিবার ও বাংলাদেশ সরকারকে জানানো হবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।

গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীরা ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একজন বাংলাদেশি পালিয়েছেন। মোট ৩৮ জন বাংলাদেশি জিম্মি ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us