নিজেকে ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা পরিচয় দিতেন। কর্মস্থল সচিবালয়। বিয়ে করবেন তাই এ পরিচয়ে 'বায়োডাটা' বানিয়ে ঘটকের মাধ্যমে পাঠাতেন বিত্তবান পরিবারগুলোতে। বিশেষ করে যাদের অবিবাহিত ও চাকরিজীবী মেয়ে আছে। কথাবার্তা শুরুর পর মেয়ের মায়ের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তুলতেন। পিএইচডি কিংবা বদলির অজুহাতে হবু শ্বশুরবাড়ি থেকে নিতেন মোটা অঙ্কের টাকা। পরবর্তীতে টাকা ফেরৎ না দিয়ে আত্মগোপনে চলে যেতেন। এভাবে পাঁচজনের কাছ থেকে ৭৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভূয়া উপ-সচিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম গোলাম মোস্তফা।
রবিবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। সোমবার দুপুরে ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মিডিয়ার শাখার কর্মকর্তা অ্যাডিশনাল এসপি ফারুক হোসেন। তিনি জানান, সিআইডির সিরিয়াস ক্রাইম স্কোয়াডের একটি বিশেষ দল গতরাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ভুয়া উপ-সচিব গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে। তিনি ২৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ও সচিবালয়ে কর্মরত বলে পরিচয় দিতেন। এই প্রতারক বিয়ের প্রলোভনে পাঁচজন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৭৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।