করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় ৬৬ দিন পর বগুড়ায় আজ সোমবার সকাল থেকে দূরপাল্লার, অভ্যন্তরীণ ও আন্তজেলা বাস চলাচল শুরু হয়েছে। তবে ভাড়া বৃদ্ধির কারণে বাসযাত্রায় তেমন আগ্রহ দেখা যায়নি যাত্রীদের। রাজধানী ঢাকার পথে সীমিতসংখ্যক দূরপাল্লার কোচ চলাচল শুরু হলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।