যুক্তরাষ্ট্রের ৪০ শহরে কারফিউ, নামানো হয়েছে ন্যাশনাল গার্ড আর্মি

সময় টিভি প্রকাশিত: ০১ জুন ২০২০, ১০:০৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রতিবাদকারীরা চারপাশ থেকে ঘিরে ফেলেছেন হোয়াইট হাউজ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়েছে। নামানো হয়েছে ন্যাশনাল গার্ড আর্মি। নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের রাস্তায় হাজারো বিক্ষোভকারী। এমনি বিভিন্ন সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রজুড়ে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে ব্যাপক সহিংসতা হয়েছে।

শনিবার গভীর রাতে ও রোববার নিউইয়র্কের ম্যানহাটানে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত পঞ্চাশ পুলিশ। আটক করা হয়েছে চার শতাধিক ব্যক্তিকে। করোনা মহামারির কারণে জারি থাকা লকডাউন শিথিল করা হলে এ বিক্ষোভ আরও বাড়ার আশঙ্কা প্রবাসীদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us