করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্ত লক্ষাধিক, মৃত্যু ৩১৯১

আরটিভি প্রকাশিত: ০১ জুন ২০২০, ০৮:৪৭

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে এক লাখ ৮ হাজার ৭৬৭ জন। সবমিলিয়ে আক্রান্ত হয়েছে ৬২ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এসময় মৃত্যু হয়েছে আরো ৩ হাজার ১৯১ জনের। এর ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৬৯৭ জনে। আর সুস্থ হয়েছে ২৮ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ৬৩৮ জন করোনায় মারা গেছে। সবমিলিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এক লাখ ৬ হাজার ১৯৫ জন করোনায় মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ।

করোনায় গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। এসময় দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ৪৮০ জনের। সবমিলিয়ে ব্রাজিলে এখন পর্যন্ত ২৯ হাজার ৩১৪ জন করোনায় মারা গেছে। দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ৮৪৯ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us